Take a fresh look at your lifestyle.

সারাদেশে ইএফটিতে বেতন পাচ্ছেন সিএইচসিপিরা, কমলো জটিলতা

49

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
সারাদেশ কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনক হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে শুরু হয়েছে। এতে বেতন পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে জমা হবে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে এই পদ্ধতিতে সিএইচসিপিদের বেতন-ভাতা চালু হয়েছে।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা (এমডি) পরিচালক মো. আখতারুজ্জমান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২১ আগস্ট) এটি চালু করা হয়েছে। নতুন ব্যবস্থাপনায় যাওয়ার কারণে জুলাই মাসের বেতনটা দিতে দেরি হয়েছে। এখন থেকে সবাই প্রতি মাসের এক তারিখে বেতন পেয়ে যাবেন।

আখতারুজ্জমান বলেন, বেতন ছাড়াও সিএইচসিপিদেরকে সরকার প্রদত্ত যে কোন পারিতোষিক (অর্থ) চলতি মাস থেকে বিকাশের মাধ্যমে দেয়া শুরু হয়েছে। এই পদ্ধতিতে সিস্টেম লস শূন্যতে নামানো সম্ভব হবে।

স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা প্রদানে স্বচ্ছতা আনতে এই উদ্যোগকে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট্রের যুগান্তকারী সাফল্য বলে মনে করছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের এমডি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে সিএইচসিপিদের চাকরি প্রকল্পের অধীনে ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ সেক্টর প্রোগ্রামের অপারশেনাল প্ল্যান (ওপি) মাধ্যমে বেতন দেওয়া হতো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিএইচসিপিদের চাকরি ট্রাস্টে ন্যস্ত করে।

সবশেষ গত জানুয়ারিতে ১৬তম গ্রেডের এই স্বাস্থ্যকর্মীদের চাকরি জাতীয়করণ করা হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট।
সূত্র : মেডিভয়েস

Leave A Reply

Your email address will not be published.