নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিক দের সহায়তা চাইলেন নব নিযুক্ত পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।
আজ সোমবার বেলা ১২ টায় হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন,”হাসপাতাল সংস্লিস্টদের সাথে বসে এখানকার সমস্যা গুলো চিহ্নিত করা হচ্ছে।হাসপাতালের সেবার মান ও সবকিছু উন্নয়নের জন্য তথ্য দরকার।” তিনি আরো বলেন, “মন্ত্রনালয় সহ রিলেটেড সব প্রতিষ্ঠানে যোগাযোগ করাহবে উন্নয়নের জন্য। সরকারি অর্থের অপচয় কোনভাবে ই গ্রহন যোগ্য হবেনা। সরকারি ট্যাক্সের টাকা যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। আর এসব কিছুর জন্য সাংবাদিক দের সহযোগিতা চান তিনি।
গত ৭ নভেম্বর তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়। গত ২৫ নভেম্বর কর্মস্থলে যোগদেন তিনি। এর পর থেকে নানা পক্ষের সাথে মতবিনিময় করছেন । এরই ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নানা সমস্যা রয়েছে। এতে সেবা বঞ্চিত হন রোগীরা।সেবার মান উন্নত করার জন্য চেস্টা করছেন নতুন পরিচালক।