Take a fresh look at your lifestyle.

সহযোগী অধ্যাপক হলেন আরও ৬৭ চিকিৎসক

৭৫

হেলথ ইনফো ডেস্ক :

সহযোগী অধ্যাপক হিসেবে (সুপারনিউমারারি) পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আরও ৬৭ চিকিৎসক। সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পার-১ শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত এই চিকিৎসকদের পদোন্নতির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।

কোন বিভাগে কত চিকিৎসক?

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ইএনটি বিভাগে চার জন, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগে একজন, ডেন্টিস্ট্রি বিভাগে একজন, নন–ইনভেসিভ কার্ডিওলজি বিভাগে একজন, নিউরোলজি বিভাগে ১১ জন, নিওনেটোলজি বিভাগে পাঁচ জন, পেডিয়াট্রিক বিভাগে আট জন, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি বিভাগে তিন জন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে একজন, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগে দুই জন, প্যাথলজি বিভাগে তিন জন, মেডিসিন বিভাগে ১৬ জন, সার্জারি বিভাগে পাঁচ জন এবং স্পাইন সার্জারি বিভাগে ৬ জন চিকিৎসক রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণকে সুপারনিউমারারি পদের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) চিকিৎসকগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি/পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না।’

Leave A Reply

Your email address will not be published.