নিজস্ব প্রতিবেদক :
সন্ধানীর কেন্দ্রীয় পরিচালনা কমিটির উপদেষ্টা হলেন ডা. মো মাজহারুল রেজওয়ান এবং ডা. গাজী মাহমুদুল হাসান রুশো।
স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এর কেন্দ্রীয় পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন শের ই বাংলা মেডিকেল কলেজ এর আবাসিক সার্জন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মো মাজহারুল রেজওয়ান এবং বিশিষ্ট শিশু সার্জন ডা. গাজী মাহমুদুল হাসান রুশো।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকাস্থ সন্ধানী কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও সন্ধানী শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট পরিচালনার লক্ষ্যে স্থানীয় ভাবে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
উল্লেখ্য দুস্থ রোগীদের রক্তের অভাব পূরন এবং ভ্যাক্সিনেশন সহ মানব কল্যানে সন্ধানী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে। অতীতে কিছুটা স্থবিরতা দেখা দিলেও নতুন কমিটি পূর্ন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।