Take a fresh look at your lifestyle.

সচেতনতার বিকল্প নেই

১১২

ডাঃ কামাল হোসেন :
কাগজের স্টিকারও গলায় আটকে যেতে পারে।
আজ ঢাকা মেডিকেলের শিশু বিভাগে ১১ মাসের একটা বাচ্চা আসে। বাচ্চাটি ৭ দিন আগে একটা কাগজের স্টিকার গিলে ফেলে। এর পর থেকে বাচ্চাটি কিছু খাচ্ছে না ও বমি করতে ছিল।

সাথে সাথে আমরা আমাদের ঢাকা মেডিকেলের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে এন্ডোসকপি করে দেখি স্টিকারটি esophagus (বুকের ভিতরের খাদ্য নালী) এর মাঝখানে আটকে আছে।

আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে ফরেনবডি ফরছেপ এর মাধ্যমে স্টিকারটি বের করি। এর ১ ঘন্টা পর বাচ্চাটি খাবার খেতে দেই। আলহামদুলিল্লাহ কোনো বমি বা কোনো ধরনের সমস্যা হয় নাই।
ধন্যবাদ ডাঃ সুভা ও ডাঃ মুনমুন আপাসহ এই প্রসিডিওর অংশগ্রহণকারী সকল সদস্যকে।

ডাঃ কামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

Leave A Reply

Your email address will not be published.