হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং ডব্লিউএইচওর পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ।
চুক্তি অনুযায়ী বিএমইউকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রমে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, তদারকি, সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়সহ নানা ধরনের সহযোগিতা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাল্টিমোডাল ইনফেকশন কন্ট্রোল কৌশল বাস্তবায়নের মাধ্যমে রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিএমইউ অত্যন্ত সচেতন জানিয়ে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘এ লক্ষ্যে আলাদা বাজেট বরাদ্দ রয়েছে এবং একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। দেশের স্বাস্থ্যখাতে গুণগত উন্নয়নে বিএমইউ একটি মডেল হিসেবে কাজ করতে চায়।’
তিনি আরও বলেন, ক্যানসার ও প্রতিস্থাপন চিকিৎসা, এনআইসিইউ সেবাসহ চিকিৎসাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি বড় অগ্রগতি অর্জন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা পেলে চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বিএমইউ।
ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, ‘বিএমইউকে আমরা আইপিসি কার্যক্রমে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেব। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই চুক্তির ফলে বিএমইউতে গড়ে ওঠা সংক্রমণ প্রতিরোধ মডেল দেশের অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুসরণযোগ্য একটি মানদণ্ড হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হাসপাতালের পরিচালক ও আইপিসি কোর কমিটির সদস্যরা।