নিজস্ব প্রতিবেদক :
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালা প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় পালিত হল মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন শেবাচিমহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, অধ্যক্ষের পক্ষে ডা রেফায়েতুল হায়দার হিমু, শেবাচিমহা শিক্ষক সমিতির সভাপতি ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারন সম্পাদক ডা শিহাবউদ্দিন, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, জেলা শাখার পক্ষে ডা সাইদুল ইসলাম আবীর, ডা শাওন বিন রহমান, ডা ইস্তিয়াক আহমেদ রিফাত, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা শাখওয়াত হোসেন সৈকত, সাধারন সম্পাদক ডা ফয়সাল আহমেদ, শেবাচিম ছাত্রদলের পক্ষে ডা নজরুল, ডা সিসিল, ডা সুজন, ডা তাওহীদ কবীর পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও শেবাফিমহা টেকনলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন এর সভাপতি হাসান মাহমুদ, নার্সেস এসোসিয়েশনের সভাপতি মমিতাজ পারভীন ও সাধারন সম্পাদক মো আলী আজগর, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট এর পক্ষে জাকিয়া পারভীন, মো আনোয়ার হোসেন খান এবং শেবাচিম কর্মচারী পরিষদের পক্ষে রাব্বি আল মামুন, শহীদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান পুষ্প স্তবক অর্পন করেন।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালা প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় পালিত হল মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন শেবাচিমহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, অধ্যক্ষের পক্ষে ডা রেফায়েতুল হায়দার হিমু, শেবাচিমহা শিক্ষক সমিতির সভাপতি ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারন সম্পাদক ডা শিহাবউদ্দিন, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, জেলা শাখার পক্ষে ডা সাইদুল ইসলাম আবীর, ডা শাওন বিন রহমান, ডা ইস্তিয়াক আহমেদ রিফাত, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা শাখওয়াত হোসেন সৈকত, সাধারন সম্পাদক ডা ফয়সাল আহমেদ, শেবাচিম ছাত্রদলের পক্ষে ডা নজরুল, ডা সিসিল, ডা সুজন, ডা তাওহীদ কবীর পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও শেবাফিমহা টেকনলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন এর সভাপতি হাসান মাহমুদ, নার্সেস এসোসিয়েশনের সভাপতি মমিতাজ পারভীন ও সাধারন সম্পাদক মো আলী আজগর, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট এর পক্ষে জাকিয়া পারভীন, মো আনোয়ার হোসেন খান এবং শেবাচিম কর্মচারী পরিষদের পক্ষে রাব্বি আল মামুন, শহীদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান পুষ্প স্তবক অর্পন করেন।অনুষ্ঠান এর আহ্বায়ক ছিলেন ডা মুজিবুর রহমান এবং সদস্য সচিব ডা শরীফুল হক রুমেন। সঞ্চালনা করেন ডা. মো মাজহারুল রেজওয়ান।