Take a fresh look at your lifestyle.

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধুনিকায়ন গ্যালারি উদ্বোধন

১৩১

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় আধুনিকায়ন করা হয়েছে ৪ নং গ্যালারী। কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হোসেন বাবলুর ব্যক্তিগত প্রচেষ্টায় অনুপযোগী গ্যালরীটিকে আধুনিকায়ন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গ্যালারীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একেএম মশিউল মুনীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও একাডেমিক কো-অর্ডিনেটর এনেস্থেসিওলোজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

জানা যায়, কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে দীর্ঘ বছর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ছিলো অব্যবস্থাপনায় অচল। ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী হাসপাতাল ও মেডিকেল কলেজে নতুন পরিচালক ও উপাধ্যক্ষর যোগদানের পর পাল্টে যেতে থাকে প্রতিষ্ঠান দুটির চিত্র। শুধুমাত্র গণপূর্ত নয় নিজ উদ্যোগে নির্মান করা হয় একাধিক স্খাপনা ও শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ।

এরই ধারাবাহিকতায় কলেজের অডিটরিয়ামসহ একাধিক গ্যালারীকে করা হয় আধুনিকায়ন। যাতে শিক্ষার্থীরা মানসিক শান্তি নিয়ে পড়াশুনা করতে পারে। সম্প্রতি নিজ উদ্যোগে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হোসেন বাবলু একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ৪ নং গ্যালারীটি আধুনিকায়ন কাজ সম্পন্ন করান।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.