Take a fresh look at your lifestyle.

শের ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষক সমিতির স্মারকলিপি

90

 

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ব্যাহত হচ্ছে পাঠদান। সংকট নিরাশনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি। অধ্যক্ষ বলছেন দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।

আজ বেলা ১১ টা থেকে শের ই বাংলা মেডিকেল কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের দাবি মানা না হলে কলেজে সার্টডাউন চলবে বলে জানায় তারা।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, কলেজের ৩৩৪ টি পদের মধ্যে ১৭৩ টি শিক্ষকের পদ শুণ্য রয়েছে।

শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।

এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্ট এ শূন্য পদ গুলোতে শিক্ষক পদায়ন করা ।
অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর বদলীকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।

অপরদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে তারা বলেন, মেডিকেল কলেজ এ কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজী, প্যাথলজী এবং কার্ডিওলজী বিভাগসহ প্রায় সকল বিভাগেই প্রবল শিক্ষক সংকট বিদ্যমান। অনুমোদিত জনবলের তুলনায় কর্মরত শিক্ষকদের সংখ্যা নিতান্তই অপ্রতুল। এমতবস্থায় ছাত্র-ছাত্রীদের পাঠদান, পরীক্ষা গ্রহন, হাসপাতালে চিকিৎসা প্রদান, একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা এবং বিভিন্ন প্রশাসনিক কাজে অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়কে সহযোগীতা প্রদানের জন্য শিক্ষকদের শূন্য পদ পূরণ করা অতীব জরুরী।
অতএব স্বাস্থ্য মন্ত্রণালয় / স্বাস্থ্য সেবা অধিদপ্তর// স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অতি দ্রুত শিক্ষক সংকট নিরসনের আশু ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শিক্ষক সংকটের কথা শিকার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, অধ্যক্ষ ফয়জুল বাশার বরিশাল হেলথ ইনফোকে বলেছেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তাদের দাবিদাওয়া গুলো নিয়ে মন্ত্রনালয়ে কথা বলেছি। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.