শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ডক্টরস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে। ডা: শাখাওয়াত হোসেন সৈকত কে সভাপতি এবং ডা: মো: ফয়সাল আহমেদ কে সাধারন সম্পাদক ডা: মাহাদী হাসান কে কোষাধ্যক্ষ, ডা: রাকিব উজ জামান খান কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে। এছাড়া কমিটিতে রয়েছেন ডা: মো তানভীর হোসেন, ডা: বদরুদ্দোজা মো জোবায়েদ, ডা: মো: ইশতিয়াক আহমেদ রিফাত।
কমিটি গঠনের পর সাধারন সম্পাদক ডা: ফয়সাল বলেন “আলহামদুলিল্লাহ।।
মিড লেভেল ডক্টরস ওয়েলফেয়ার এসোসিয়েশন,শেবাচিম এর নবগঠিত কমিটির সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হলাম।আন্তরিক ধন্যবাদ ডা. সাজিদ ইমতিয়াজ ভাই ও ডা. মুনেম সাদ ভাইকে সর্বাত্মক সহযোগিতার জন্য।কৃতজ্ঞতা ডা. তানভির হোসেন ভাইয়ের প্রতি।
আগামী দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক ও রোগীদের স্বার্থরক্ষায় এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে নবগঠিত কমিটি বলিষ্ঠ ভূমিকা পালন করার চেষ্টা করবে।নবগঠিত কমিটির সাফল্য কামনায় সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।”