Take a fresh look at your lifestyle.

শেবাচিম হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ

18

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে হাসপাতাল প্রশাসন।

আজ মঙ্গলবার হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণ কালে এ নির্দেশ দেন পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। তিনি বলেন, হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে।

হাসপাতালে কর্মরতরা পোশাক না পড়লে কে চিকিৎসক, কেই বা স্টাফ তা বোঝা যায় না। তাই বহিরাগত, দালাল ও প্রতারক চক্র হাসপাতালে অবাধে প্রবেশের সুযোগ পায় এবং তার অপকর্মে লিপ্ত হয়। এ অবস্থাতে হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে।

তিনি বলেন, নার্সরা তাদের নির্ধারিত পোশাক পরিধান করছেন, পাশাপাশি বেশ কিছু চিকিৎসক পোশাক পরিধান করে কর্মস্থলে আসেন। কিন্তু ৪র্থ শ্রেনী ও আউটসোর্সিং কর্মচারীরা পোশাক পরিধান না করায় প্রায় সমস্যার সৃস্টি হয়। তাই আজ (মঙ্গলবার) সকল আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। দ্রুততার সাথে ৪র্থ শ্রেনীর কর্মচারীদের মাঝেও নতুন পোশাক বিতরণ করা হবে।

এরপরই হাসপাতালে প্রবেশকারী বহিরাগত, দালাল ও প্রতারক চক্র কে চিহিৃত করে আইনের আওতায় নেয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারীরা পোশাক পরিধানের পাশাপাশি নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার হাসপাতাল পরিচালকের কার্যলয়ের সামনে আউটসোর্সিং কর্মচারীদের মাঝে পোশাক বিতরণকালে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান ও সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ রেজওয়ানুল আলম রায়হান।

Leave A Reply

Your email address will not be published.