জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) মেডিকেল অডিটোরিয়ামে শিক্ষার্থীরা এটির আয়োজন করেন।
পরে গত ৫ আগস্ট স্বৈরাচারি শেখ হাসিনার পতন হলে বিভিন্ন ক্যাম্পাসে কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে অনুপ্রেরণা দেওয়া বিভিন্ন দেশাত্ববোধক ও দ্রোহমূলক গানের পাশাপাশি কাওয়ালীরও আয়োজন করে আসছে তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কাওয়ালী আসরের আয়োজন করেন শিক্ষার্থীরা। ওই অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
জানা গেছে, কাওয়ালী সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড সিলসিলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চ।