Take a fresh look at your lifestyle.

শেবাচিম ক্যাম্পাসে হঠাৎ উত্তেজনা

535

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল এর সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফাইজুল বাশার এর বিরুদ্ধে হটাথ করেই একটি কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করেছে।

বৈষম্যহীন ছাত্র আন্দোলন কালে স্বৈরাচারের পক্ষে শান্তি সমাবেশ আয়োজন করে তাতে জোর পূর্বক অনেক চিকিৎসককে উপস্থিত হতে বাধ্য করেছিল ছাত্রলীগ এবং স্বাচিপ পন্থী চিকিথসকগন। কিন্তু অধ্যক্ষ হিসেবে প্রবল চাপকে উপেক্ষা করে অধ্যাপক ডা. বাশার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিতে অস্বীকার করেন।

ছাত্রদের কাছে ডা বাশার সর্বদাই ছাত্রবান্ধব অবস্থান নিয়ে প্রশংসিত। কিন্তু সাম্প্রতিক সময়ে এন ডি এফ নেতা ডা হানিফ হাওলাদার যিনি স্বৈরাচারি শক্তির সাথে তাল মিলিয়ে চলার এবং ব্যক্তিগত আচরন এর জন্য বিতর্কিত, তিনি সাধারন ছাত্র নামধারী কিছু দলীয় ব্যক্তিকে ব্যবহার করে অধ্যাপক ডা. বাশার এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যারফলে প্রকৃত সাধারন ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং সাধারন শিক্ষকগন এর প্রতিবাদে ডা হানিফ এর লাগান ব্যানার অপসারন করে তাতে অগ্নি সংযোগ করেন।

Leave A Reply

Your email address will not be published.