হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে (শেবাচিম) দেশের ভালো একটি মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। শিক্ষা, প্রশাসন ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সাবেক ছাত্র হিসেবে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকায় আগামী ছয় মাসের মধ্যে কলেজ ও হাসপাতালের বিদ্যমান বহু সমস্যার দৃশ্যমান সমাধান করা সম্ভব হবে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে কলেজ ও হাসপাতাল অংশের উন্নয়নে তুলে ধরেন নানা পরিকল্পনা।
তিনি আরও বলেন, ‘আমাদের এখানে অবকাঠামোগত সমস্যা আছে। ছাত্রাবাসগুলোর সমস্যা আছে। হাসপাতালে চলতে থাকা সমস্যার মধ্যে অনেকগুলো সমাধান করা হয়েছে। ওয়ার্ডগুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। আশা করি, আগামী ছয় মাসের মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারবো।
আগামী এক মাসের মধ্যে ১৫তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হবে জানিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ‘শেবাচিমকে শিক্ষা ও প্রশাসনিকভাবে দেশের একটি ভালো মেডিকেল কলেজে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
মেডিকেলে দীর্ঘ দিন ধরে চলতে থাকা শিক্ষক সংকট দূর হয়েছে জানিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এখানে এখন আর শিক্ষক সংকট নেই। পদোন্নতির পর থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সকল বিভাগ ভালোভাবে চালানোর মতো শিক্ষক আছে।
নিয়োগের পর মেডিভয়েসের সঙ্গে নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরেন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যেহেতু আমি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, এখন এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো, আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান করতে।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনকে শেবাচিমের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
তিনি একই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৪.১২.২০২৫ খ্রি. তারিখের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd এ প্রেরণ করবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।