Take a fresh look at your lifestyle.

শেবাচিম এ ড্যাবের আয়োজনে কুরয়ান তিলাওয়াত প্রতিযোগিতা

৩৯৭

নিজস্ব প্রতিবেদক :
ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ(ড্যাব) এর আয়োজনে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কুরয়ান তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে মো. আল আমিন, তুহিন, যুবায়ের মাহমুদ, জাহিদ আবদুল্লাহ সহ বিপুল পরিমান শিক্ষার্থী অংশগ্রহন করেন।

 

ডা. মো আবদুল মালেক অনুষ্ঠানের আহ্বয়াক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সার্বিক পরিচালনায় ছিলেন সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুর রহিম, ডা. জাহিদ, ডা. ইমরান আশফাক সিসিল, ডা কাশেদুল ইসলাম নয়ন, ডা ফয়সাল আহমেদ, ডা. ইস্তিয়াকসহ অন্যান্য চিকিথসকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.