নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম পূনরায় শুরু হয়েছে।
আজ দুপুরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মশিউল মুনীর ক্লাব তিনটি খুলে দেন।
এসম উপস্থিত ছিলেন আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডা. সৈকত ডা. ফয়সাল আহমেদ, ডা. ইস্তিয়াক আজমেদ রিফাতসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : বৃহস্পতিবার (১২) ডিসেম্বর সকালে থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ টি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব, যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে একদল দুষ্কৃতিকারী শিক্ষার্থীদের জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ক্লাব থেকে বের করে দেয়।
পরে উত্তেজনাকর পরিস্থিতি দেখে করিডরের দুটি গেট বন্ধ করে দেয় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর।