Take a fresh look at your lifestyle.

শেবাচিমে নিরাপদ পার্কিং এর দাবীতে দ্বিতীয় দিনের মতো বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতির ধর্মঘট

59

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ পার্কিংয়ের দাবীতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে পালন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতি।

গতকাল বুধবার সকাল ৯ টা থেকে থেকে তারা এই ধর্মঘট শুরু করে। আজ বৃহস্পতিবার হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেয় ধর্মঘটী কর্মসূচি অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা।

 

সমিতির নেতৃবৃন্দ জানান, যথাযথ পার্কিং না থাকায় প্রায়ই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এছাড়া রোগী পরিবহনের সময়ও দেখা দিচ্ছে নানা ভোগান্তি। তারা আরো জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করলে আন্দোলন আরও কঠোর করা হবে।

 

অন্যদিকে রোগীর স্বজনরা বলছেন, আকস্মিক এই ধর্মঘটে জরুরী রোগী পরিবহনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

 

এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক মো. আজিজুর রহমান বলেন, প্রায় দুইশত জন মালিকের সমন্বয়ে ১০৮ টি অ্যাম্বুলেন্স রয়েছে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের আওতায়।

 

এখানে কোন সিন্ডিকেট নেই, যে যত কম ভাড়ায় সেবা দিতে পারে তার চাহিদা ততো বেশি থাকে। আমাদের মাঝে শৃঙ্খলা ফেরানোর নামে আগের পরিচালক বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করে দেয়।

 

প্রায় ১০ লাখ টাকা খরচ করে সেই জায়গা গাড়ি পার্কিং এর উপযোগী করে তোলে অ্যাম্বুলেন্স মালিকরা। আর এরপর থেকে দীর্ঘদিন সেখানে অ্যাম্বুলেন্স সুশৃঙ্খলভাবে রাখলেও কিছুদিন পূর্বে সেখানে অ্যাম্বুলেন্স রাখা যাবে না বলে হাসপাতালের বর্তমান পরিচালক জানিয়ে দেয়।

Leave A Reply

Your email address will not be published.