বরিশাল হেলথ ইনফো ডেক্স :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এর সাথে সন্ধানী শেবাচিম ইউনিট, মেডিসিন ক্লাব এবং যুব রেড ক্রিসেন্ট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
সম্মিলিতভাবে ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানায় তাকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন
সন্ধানী কেন্দ্রীয় পরিচালনা কমিটি (সেশন ২০২৩-২৪) এর আহ্বায়ক মো. আহাদ সাদনান খান, সন্ধানী শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সাগর হোসেন এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় পরিচালক বলেন, সংগঠনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মানবসেবামূলক এমন কার্যক্রমে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন তিনি।