নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি দেশের সকল হাসপাতালকে আরো উন্নত ও নান্দনিক করা জন্য উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যখাতকে উন্নয়ন করতে হলে চাই একটি সুন্দর রাস্ট্র ব্যবস্থা। জামায়াত সেই লক্ষ্যে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা অত্যন্ত নাজুক। নানা জায়গায় অপরিস্কার-অপরিচ্ছন্ন ও নানা অনিয়মে জড়িয়ে রয়েছে এই স্বাস্থ্যখাত। স্বাস্থসেবাকে পুঁজি করে অনেকে নিজেদেরকে উন্নয়ন করলেও অনুন্নত রয়ে গেছে স্বাস্থ্যসেবা।
১৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় হাসাপাতালে শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন বিষয় সংস্লিষ্ট নার্সদের সাথে কথা বলেন। তাদের অনেক অভিযোগ শুনে হাসাপাতালের পরিচালকের সাথে বিষয়টি কথা বলে সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর এর সাথে সাক্ষাত করেন। এসময় হাসপাতাল আরো উন্নয়ন, জনবল বৃদ্দি, নিউরো মেডিসিন ওয়ার্ড চালু করা, এনজিওগ্রাম সচল, পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে দুই শিফট চালু সহ নানা বিষয়ে পরামর্শ প্রদান করে আ্যাড: মুয়াযযম হোসাইন হেলাল।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর বলেন, আমরা ইতিমধ্যে হাসপাতালের ৪র্থ তলায় রোগীদের সেবার লক্ষ্যে সুন্দর মানসম্পন্ন কেবিনের ব্যবস্থা করেছি। নতুন ৩শ বেডের সংযোজন করা হয়েছে। এছাড়া এনজিওগ্রাম চালু, খাবারের মান বৃদ্ধি, নিউরো মেডিসিন ওয়ার্ড চালুসহ হাসাপাতালের সৌন্দর্য্য বর্ধনের জন্য নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । তবে জনবল সংকট থাকায় আমাদের সেবা সহ নানা কার্যক্রমে কিছুটা ব্যাঘাতের সৃস্টি হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতে আমীর এবং বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল ৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বার, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, পেশাজীবি থানার সভাপতি সুলতানুল আরেফিন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শামীম কবির, ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট ও ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, বরিশাল এনডিএফ এর সভাপতি ডা: খান আব্দুর রউফ, সেক্রেটারী ডা: কে এম জাহিদুল ইসলাম, প্যাথলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা: এসএম ইকবালুর রহমান সেলিম, ডা: আব্দুল হামিদ শেখ, ডা: রফিকুল বারী, ডা: আল মামুন হোসেন, ডা: মহসিন হাওলাদার সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।