Take a fresh look at your lifestyle.

শিক্ষার্থী শাহিদুলকে বাঁচাতে এগিয়ে আসুন

53

শিক্ষার্থী শাহিদুলকে বাঁচাতে এগিয়ে আসুন
বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
মুগদা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহিদুল হক ভূঁইয়া সতেজ ২৮ জুন, ২০২৫ তারিখ ব্যাটারি চালিত রিকশার এক্সিডেন্টে গুরুতর আহত হয়। মুগদা মেডিকেল কলেজে ইমার্জেন্সী ম্যানেজমেন্ট শেষে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির জন্য তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১১ঘন্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে সতেজের অবস্থা আবার আশঙ্কাজনক পড়ে।
বর্তমানে সে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, আলহামদুলিল্লাহ।
ইতোমধ্যে গত ২০ দিনে চিকিৎসা বাবদ ২০ লক্ষ টাকা খরচ হয়েছে। এখনও চিকিৎসা ও পরবর্তী রিহ্যাবিলিটেশন বাবদ আরো প্রায় ৪০ লক্ষ অর্থের প্রয়োজন। এমতাবস্থায় সতেজ ও তার পরিবার আমাদের সকলের সহযোগিতা কামনা করছেন।

টাকা পাঠানোর মাধ্যম:
• বিকাশ:
01933992388 (খালিদ আহমেদ)
01953488334 (মনিরুজ্জামান সোহান)
01851521174 (জান্নাত আরা খুশবু)
• নগদ:
01706919488 (শ্রাবন্তি বিশ্বাস তিথি)
• রকেট:
01953488334 (মনিরুজ্জামান সোহান)
(Please mention your name & college in the reference)
সতেজ আবার স্ব-তেজে ফিরে আসুক সবার মাঝে। এই সংকটে সবার সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুরোধে -স্পন্দন -৭
মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।
(সতেজ এর পরিবারের অনুরোধে পোস্টটি করা হয়েছে)

Leave A Reply

Your email address will not be published.