নিজস্ব প্রতিবেদক :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বরিশাল ড্যাব।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১:০০ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ এ্যানাটমি লেকচার থিয়েটার (তিন নাম্বার গ্যালারি) এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার আয়োজনে শের ই বাংলা মেডিকেল কলেজে ও হাসপাতালে কর্মরত আউটসোর্সিং স্টাফদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা আজিজ রহিম, শেবাচিমহা এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা এ কে এম মশিউল মুনীর, ডা কবিরুজ্জামান, ডা নজরুল ইসলাম সেলিম, ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা শাওন বিন রহমান সহ অন্যান্য জাতীয়তাবাদী চিকিথসকবৃন্দ।
উক্ত অনুষ্ঠান আয়োজন এর আহ্বায়ক ছিলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ হিরু এবং সদস্য সচিব সচিব ডা সাইদুল ইসলাম আবীর।