Take a fresh look at your lifestyle.

রাজশাহীতে অর্থোপেডিক্স বিশেষজ্ঞের সন্তানের রহস্যময় মৃত্যু

98

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
রাজশাহীর পুঠিয়ায় পাটক্ষেতের পাশে ঘাসের ভেতর থেকে ডা. শওকত শরীফের ছয় বছরের সন্তান আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমনা কাদেরি আজ বুধবার (১৬ জুলাই) সকালে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্তানের লাশ পাওয়ার পর ডাক্তার সাহেব নিজেই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে।

মৃত্যুর কারণ জানতে পেরেছেন কিনা—জানতে চাইলে বেলপুকুর থানার ওসি বলেন, ‘শিশুটি আরও দুটি মেয়ে বাচ্চার সঙ্গে সন্ধ্যার আগে-পরে খেলছিল, যাদের সঙ্গে শিশুটিকে সর্বশেষ দেখা গেছে। শিশুটিকে খুঁজে না পেয়ে ওদেরকে জিজ্ঞাসা হয়, তোমাদের সঙ্গে সর্বশেষ দেখা গেছে। এক পর্যায়ে একটা বাচ্চা আবরারের অভিভাবকদের জানায়, আমি দেখিয়ে দিচ্ছি। তখন বাড়ি থেকে এক-দেড়শ’ গজ দূরে পাট ক্ষেতের পাশে হাইব্রিড ঘাসের ক্ষেতে নিয়ে যায়। এর ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শিশুটি যাদের সঙ্গে খেলছিল, তারাই হয় তো এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলমান আছে।

ডা. শওকত শরীফ রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, শিশুর পিতা এজাহার দিতে থানায় এসেছেন।

এই ঘটনায় এলাকার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.