Take a fresh look at your lifestyle.

রাজধানীর মিটফোর্ড ওষুধ মার্কেটে অভিযান, অনিবন্ধিত ওষুধ, ইনসুলিন জব্দ

46

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর মিটফোর্ড এলাকায় ওষুধের বাজারে অভিযান চালিয়ে চার লাখ ১০ টাকার অনিবন্ধিত ওষুধ, ইনসুলিন জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‍্যাব ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এসময় উপস্থিত ছিলেন, র‍্যাব ১০ এর সিনিয়র এএসপি (অপারেশন ও মিডিয়া) তাপস কর্মকার,ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম গোলাম কিবরিয়া খান, মো : মুহিদ ইসলাম, রেহান ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম, মো: হাসিব, দেওয়ান আশিক ও বিসিডিস’র কেন্দ্রীয় পরিচালক মো: জসিম উদ্দিন।

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘মোট আটটি দোকানে চার লাখ ১০ হাজার টাকার অনিবন্ধিত ওষুধ পাওয়া গেছে। উনারা বিভিন্ন ধরনের অনিবন্ধিত ইনসুলিন, কিডনি রোগের ওষুধ অবৈধভাবে বিক্রি করছিল। এছাড়া কয়েকটি দোকানের লাইসেন্স ছিলো না। একই সঙ্গে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করায় আইনে আওতায় আট প্রতিষ্ঠানকে চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় স্থানীয় ওষুধ দোকানীদের মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, অনিবন্ধিত ওষুধ বিক্রির বিষয়ে তারা অবগত নয়। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড তারা নিজেরাই ব্যবস্থা নিবেন।
সূত্র :মেডিভয়েস

Leave A Reply

Your email address will not be published.