Take a fresh look at your lifestyle.

মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু

32

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
কুমিল্লায় মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হার্ট অ্যাটাকে নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

চিকিৎসক নাজমুল হাসান আখন্দ ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।

স্বজনরা অভিযোগ করেন, নাজমুল বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন। এসময় লাকসামের বিজরায় দুইজন আরোহী একটি মোটরসাইকেলে করে তাকে তাড়া করেন। প্রথমে তারা নাজমুল হাসানের ব্যক্তিগত গাড়িতে আঘাত করেন। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে তিনি আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ভেতরেই অসুস্থ হয়ে পড়েন।

এ সময় ঘটনাস্থল থেকে নাসির হোসেন নামে এক যুবক অসুস্থ নাজমুলকে গাড়িতে করে নগরীর বাদুড়তলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে নাজমুল হাসান মারা গেছেন।

তিনি ভয়ে পেয়েই মারা গেছেন বলে তার পরিবার দাবি করেছেন।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, “ধারণা করা হচ্ছে, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

 

Leave A Reply

Your email address will not be published.