Take a fresh look at your lifestyle.

মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খুলনার কমিটি ঘোষণা

84

কামরান হোসেনকে সভাপতি ও আসিফ জামানকে সাধারণ সম্পাদক করে মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব খুলনার কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা বিএমএ ভবন মিলনায়তনে আয়েজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

দুইশ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাখদুম রাফি, দপ্তর সম্পাদক সোহানুর রহমান ও সহ সাধারণ সম্পাদক আরিয়ান আল মামুন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাখদুম রাফি বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা বিজ্ঞান শিক্ষার গুণগত মান বজায় রাখায় পদক্ষেপ গ্রহণ করাসহ মেডিকেল শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সফল করা।

Leave A Reply

Your email address will not be published.