Take a fresh look at your lifestyle.

ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ

৫৫

হেলথ ইনফো ডেস্ক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের দরিদ্র শীতার্ত রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় একশত শীতার্ত রোগীর মধ্যে কম্বল বিতরণ করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণে অংশ নিয়ে সংগঠনের সভাপতি ডা. সাকিব হাসান বলেন, ‘আমাদের সীমিত সামর্থ্যের আলোকে আমরা চেষ্টা করেছি শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে শীতার্তদের কষ্ট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।’

শীতবস্ত্র বিতরণকালে মমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.