Take a fresh look at your lifestyle.

ভুয়া ডাক্তারের বিরুদ্ধে স্ত্রী সংবাদ সম্মেলন

৭৮

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশালের বাকেরগঞ্জে ভুয়া ডাক্তার ফয়সাল মাহমুদ ওরফে মনির হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাকেরগঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৃহিণী মালা বেগম। লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৯৯৮ সালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাহাদুর গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের সাথে পারিবারিকভাবে তার বিবাহ হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে তিনটি কণ্যা সন্তান জন্মলাভ করে। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই ২০০৫ সালে তিনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেন। তিন কন্যা সন্তানের ভরণপোষণ না দিয়ে তিনি স্ত্রীর উপর শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করেন। দাম্পত্য জীবনে কলহের জের ধরে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে তার স্বামী মনির হোসেন ওরফে ফয়সাল মাহমুদ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাহাদুর গ্রামে তার বাড়ীতে এসে হামলা ও মারধর ধরে তিনিসহ তার দুই মেয়ে ও মেয়ে জামাইকে আহত করে। পরবর্তীতে এ ঘটনা একটি নাটক সাজিয়ে তার স্বামী নিজেকে মিডিয়াকর্মী পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বাকেরগঞ্জ থানায় তিনি, তার দুই মেয়ে ও মেয়ে জামাইকেসহ একটি মামলা দায়ের করে। ওই মামলায় তিনি ও তার মেঝ কণ্যাকে পুলিশ গ্রেফতার করলে জামিন নেয়।

তিনি আরো জানান, তার স্বামী ফয়সাল মাহমুদ মামলা দায়ের করেই ক্ষান্ত হয়নি উল্টো তার নিজের ফেসবুক আইডিতে তিনিসহ তার জামাতা সোহেল ও একজন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিজান মোল্লাকে জড়িয়ে ছবিসহ মানহানিকার লেখা পোস্ট করে। তার স্বামীর ভোটার আইডি কার্ডে এবং মেয়েদের জন্ম নিবন্ধনে নাম মনির হাওলাদার। কিন্তু তিনি ঢাকায় গিয়ে নাম পাল্টিয়ে ফয়সাল মাহমুদ নাম দিয়ে ডেন্টালের ভুয়া ডাক্তারি করছে এবং বিভিন্ন মিডিয়ার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এ ঘটনায় তিনি ঊর্ধ্বতন প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.