Take a fresh look at your lifestyle.

ভুয়া চিকিৎসকের জরিমানা

149

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবুল চন্দ্র সাহা নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছানের নেতৃত্বে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।

 

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান বলেন, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার পদবি ব্যবহারের দায়ে তাকে শাস্তিস্বরুপ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান বলেন, ‘আইনানুযায়ী এমবিবিএস অথবা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। ডাক্তার পদবি সংক্রান্ত রিটের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা বিভিন্ন উপজেলায় সবাইকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।

 

তিনি আরো বলেন, ‘বাবুল চন্দ্র সাহা নামের এই ব্যক্তি ডাক্তার পদবি ব্যবহার রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.