নিজস্ব প্রতিবেদক :
শহীদ স্মরনে পুষ্প স্তবক অর্পন করলেন শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা একেএম মশিউল মুনীর।
২১শে ফেব্রুয়ারী,২০২৫ মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শেবাচিমহা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে ভাষা শহীদদের স্মরন করেন শেবাচিমহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা একেএম মশিউল মুনীর।
এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক ডা মুনীরুজ্জামান শাহীন, সহকারী পরিচালক ডা মাহমুদ, আবাসিক সার্জন ডা রেজা, রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা শাখওয়াত সৈকত, ডা ফয়সাল আহমেদ সহ অন্যান্য চিকিথসক বৃন্দ।