হেলথ ইনফো ডেস্ক :
ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে এক অভাবনীয় গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর ভাঙা বাঁ পায়ের হাড়ের অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। গত ১৭ ডিসেম্বর ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে ৭৫ বছর বয়সী রেণু বিবির পরিবার এখন দিশেহারা।
মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার বাসিন্দা রেণু বিবি সম্প্রতি বাড়ির সিঁড়ি থেকে পড়ে বাঁ পায়ের ‘হিপ জয়েন্টে’ গুরুতর চোট পান। চিকিৎসকরা শারীরিক পরীক্ষা শেষে জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপারেশন থিয়েটার (ওটি) থেকে বের করার পর দেখা যায়, ব্যান্ডেজ করা হয়েছে সম্পূর্ণ সুস্থ ডান পায়ে। জ্ঞান ফেরার পর রেণু বিবি নিজেই চিৎকার করে বলতে থাকেন, “ভুল হয়েছে… ভুল!” অভিযোগ উঠেছে, নার্স ও ওটি সহকারীদের উপস্থিতিতেই প্রধান সার্জন এই মারাত্মক ভুলটি করেছেন। ভুল ধরা পড়ার পর তড়িঘড়ি করে তাকে আবারও ওটিতে নেওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে ট্র্যাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়।
রোগীর আত্মীয় সেলিম মালিক বিস্ময় প্রকাশ করে বলেন, “অপারেশন করার আগে খালি চোখে দেখলেও বোঝা যায় কোন পা ফোলা বা জখম। এক্স-রে রিপোর্ট হাতে থাকার পরও এমন ভুল কীভাবে সম্ভব?” হাসপাতালের কিছু কর্মকর্তা বৃদ্ধার দুই পায়ে চোট ছিল বলে দাবি করলেও পরিবারের কাছে এর কোনো সদুত্তর নেই।
এই ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হলে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত সুপার অনাদি রায় চৌধুরী জানিয়েছেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।