Take a fresh look at your lifestyle.

ব্যবসার স্বার্থে ডাক্তার বয়কটের ঘোষণা, তিনদিনের মাথায় প্রত্যাহার

৮৮

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল জেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি সম্প্রতি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ১২ জন সম্মানিত চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া বয়কটের সিদ্ধান্ত মাত্র তিনদিনের মাথায় প্রত্যাহার করেছে।

 

ঘটনাটি শুরু হয় গত ২ অক্টোবর, যখন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (BPCDOA)–এর টাঙ্গাইল জেলা শাখা এক জরুরি সভায় উক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে চিকিৎসক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

এরপর হাই কমান্ডের নির্দেশে ওই সিদ্ধান্ত ৫ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এই বিষয়ে সংগঠনের সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা স্বাক্ষরিত চিঠি টাঙ্গাইল জেলা ড্যাবের আহবায়ক ডাঃ আব্দুল মতিন–এর নিকট প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়,
“ভুল বোঝাবুঝির কারণে এত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া সমীচীন হয়নি বিধায় আমরা ক্লিনিক মালিক সমিতি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে সম্মানিত ডাক্তারবৃন্দের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চাই। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা একান্ত কাম্য।”

 

চিঠিটি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, জেলা শাখা, টাঙ্গাইল–এর সরকারি প্যাডে জারি হয়, যেখানে সংগঠনের সরকার নিবন্ধন নম্বর (সি-৪২৯ (০৬)/৯৮) এবং স্থায়ী কার্যালয়ের ঠিকানা (ভিক্টোরিয়া রোড, পৌর সুপার মার্কেট, ৩য় তলা, টাঙ্গাইল) উল্লেখ রয়েছে।

 

ঘটনাটি স্বাস্থ্যসেবা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে “আবেগের বশে নেওয়া তাড়াহুড়া সিদ্ধান্তের দ্রুত সংশোধন” বলে অভিহিত করেছেন।

স্থানীয় চিকিৎসক ও ক্লিনিক সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঘটনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়েছে এবং ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও সমন্বয় বজায় থাকবে বলে আশাবাদী।

Leave A Reply

Your email address will not be published.