বিরল “ওক্সিপিটাল এনকেফালোসিল” রোগে আক্রান্ত শিশু রানার পাশে তারেক রহমান
বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বিরল “ওক্সিপিটাল এনকেফালোসিল” রোগে আক্রান্ত শিশু রানার পাশে— বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৬ সেপ্টেম্বর ২০২৫, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে “ওক্সিপিটাল এনকেফালোসিল” রোগে আক্রান্ত শিশু রানাকে (৭ বছর) দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে যান—বিএনপির স্বাস্থ বিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
এসময় আরও উপস্থিত ছিলেন— ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল ড্যাব এর কোষাধক্ষ ডা. এজেডএম সাইফউদ্দিন বাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. কাজী শাহাবুলবুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্জ এন্ড হসপিটাল ড্যাব এর কার্যকারী সদস্য ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মতিন; বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এর সহ- সম্পাদক ডা. রাসেল হোসেন, ছাত্রদল নেতা ডা. ইফতেখার হাসান তালুকদার ও ডা. সজিব সরকার।