হেলথ ইনফো ডেস্ক :
গত ডিসেম্বরে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহের বিডিএস নভেম্বর ২০২৫ (নতুন কারিকুলাম) এর ১ম, ২য়, ৩য় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষা ও আগস্ট ২০২৫ (পুরাতন কারিকুলাম) এর ২য়, ৩য় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ফেসবুক পেজে এ সূচি শেয়ার করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মেডিকেল কলেজে সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।