নিজস্ব প্রতিবেদক :
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের মমতাময়ী মা এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাব নেতৃবৃন্দ।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শেবাচিম ড্যাবের সভাপতি ডা নজরুল ইসলাম সেলিম ও ডা সাইদুল ইসলাম আবীর, ডা. শরিফুল ইসলাম রুমেন, শেবাচিম এর আবাসিক সার্জন ডা. মাজহারুল রেজওয়ান রেজা, শেবাচিম ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা ফয়সাল আহমেদ, ডা রাকিবুল ইসলাম মনি সহ অন্যান্য চিকিথসকবৃন্দ।
আজ শুক্রবার জুমাবাদ নগরীর বটতলা নবআদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষ শ্রদ্ধা জানাই ড্যাব নেতৃবৃন্দ।