নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। যিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদ্য সাবেক সভাপতি।
এছাড়া ড্যাব এর আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে রোববার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক হারুন আল রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাটা এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তি কে রুখতে হবে। অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।
তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যার বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তার জন্যই একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে কাজ হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। রোববার ড্যাব বরিশাল এর উদ্যোগে ডা. মো. কবিরুজ্জামান এর সভাপতিত্বে এবং ডা. ইমতিয়াজ হোসেন সাজিদের সঞ্চালনায় ড্যাবের চিকিৎসকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. হারুন আল রশিদ এসব কথা বলেন।
বরিশাল জেলা ড্যাব ও শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাব এর উদ্যোগে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী চিকিৎসক নেতৃবৃন্দের সাথে ড্যাবের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল শহরের সেলিব্রেশন পয়েন্টে রোববার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে –
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, সদ্য সাবেক সহ সভাপতি,ড্যাব কেন্দ্রীয় কমিটির অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সহ সভাপতি, ড্যাব কেন্দ্রীয় কমিটি অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব,ড্যাব কেন্দ্রীয় কমিটির ডা. মেহেদী হাসান, স্বাগত বক্তা ছিলেন ড্যাব শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম সেলিম।
ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডা.কবিরুজ্জামানের সভাপতিত্ত্বে ও ড্যাব শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মেহবুব উল কাদির,
সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ, ড্যাব কেন্দ্রীয় কমিটি। ডা ফারুক আহমেদ, সদ্য সাবেক সাহিত্য সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি, ডা. মো শহিদুল হক রাহাত, সদ্য সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি, ডা. শাওন বিন রহমান, সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,ড্যাব কেন্দ্রীয় কমিটি, ডাঃ বাছেদুর রহমান সোহেল সহ সভাপতি, ড্যাব, ঢাকা মহানগর দক্ষিণ, সাবেক সহ স্বাস্থ্য সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বারডেম শাখা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা মঞ্জুর রশীদ প্রাক্তন সভাপতি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল,ডা গোলাম মোর্শেদ সজীব,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আগৈলঝড়া,সভাপতি ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদল,ডা আশফাক আজিজ,ডা সাদবিন নেওয়াজ,ডা আনিসুর রহমান,ডা মেহেদী আহমেদ খান, ডা মাহবুব শেখ,ডা মো নূরনবী ইসলাম নয়ন,ডা মো মোতাহার হোসেন, ডা রফিক।
বরিশাল ড্যাব নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনেম সাদ,শের ই বাংলা মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ জাহিদ হোসেন,সম্মিলিত পেশাজীবি পরিষদ(বরিশাল)এর সদস্য সচিব ডা. একে এম মিজানুর রহমান, ডা এ এম আবদুল মালেক,ডা মো হারুন অর রশিদ,শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের কোষাধ্যক্ষ ডা আবদুর রহিম,পটুয়াখালী মেডিকেল কলেজ সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা মনিরুল আহসান,চক্ষু বিশেষজ্ঞ ডা নাসিরউদ্দিন, শের ই বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা.কামরুদদোজা হাফিজুল্লাহ,শিক্ষক সমিতির সেক্রেটারি ডা. শিহাব উদ্দিন শিহাব,দুমকী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা মীর শহিদুল হাসান শাহিন,ডায়াবেটোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ,শের ই বাংলা মেডিকেল কলেজ এর চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা শফিকুল ইসলাম, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ পরিচালক ডা মনিরুজ্জামান শাহিন, ডা. হাসান,শের ই বাংলা মেডিকেল কলেজ এর ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেফায়েতুল হায়দার, ডায়াবেটোলজিস্ট ডা সাঈদুর রহমান আবির,চক্ষু বিশেষজ্ঞ ডা মামুন, ডা. তানভিরুল ইসলাম,শের ই বাংলা মেডিকেল কলেজ এর আর পি ডা শরীফ উদ্দিন রায়হান,এনেসথেসিওলজিস্ট ডা. জাহিদ হাসান, অর্থোপেডিক্স সার্জন ডা মাজহারুল রেজোয়ান রেজা,মেডিসিন স্পেশালিষ্ট ডা মাহাদি হাসান,ডা শেখ শামিম,শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের জয়েন্ট সেক্রেটারি ডা ফয়সাল আহমেদ,ডা নয়ন আহমেদ,ডা পিয়া,ডা রাকিবুজ্জামান খান,ডা তানজিরুল ইসলাম মুন্না, ডা ইমরান আশফাক শিশিল,ডা তানজিরুল ইসলাম মুন্না,ডা ইসতিয়াক আহমেদ রিফাত,ডা তুষার,ডা নোমান,ডা হাসিবুর রহমান,ডা আকাশ,ডা মোর্শেদ সহ প্রায় ২০০জন জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সামনের ড্যাব নির্বাচন নিয়ে আলোকপাত করেন ও বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের সাথে সাথে ঐক্যবদ্ধ ড্যাব গড়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।