নিজস্ব প্রতিবেদক :
শের ই বাংলা মেডিকেল কলেজ এর শিক্ষক সংকট এ ছাত্রদের চলমান আন্দোলনে অচল অবস্থায় আছে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
অধ্যক্ষ বরাবর ছাত্রদের দেয়া স্বারক অনুসারে শিক্ষক সংকটের অন্যতম কারন ছিল মাইকবায়লজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.এ কে এম আকবর কবীর ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা প্রবীর কুমার সাহা এর বদলী।
জুলাই অভ্যুত্থান এর পরবর্তীতে রহস্যময় কারনে ছাত্রবান্ধব এই দুই শিক্ষককে বদলী করা হয়, যার প্রতিবাদে সাধারন ছাত্ররা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।
অভিযোগ রয়েছে মুষ্টিমেয় ছাত্রের অভিযোগ এর ভিত্তিতে অধিকাংশ ছাত্রের কাছে জনপ্রিয় এই দুইজন শিক্ষক কে বদলী করা হয়েছিল।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয়কে এই দুইজন শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন বাধাগ্রস্ত করার কোন অভিযোগ নাই এই মর্মে অবহিত করে। এর প্রেক্ষিতে উভয়ের বদলীর অর্ডার বাতিল করা হয়।