নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক দক্ষিনাঞ্চলের মানুষের জন্য যেন এক কৃত্রিম হৃদপিন্ড। এখানে প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষকে ক্রস ম্যাচিং করে ব্লাড সরবারহ করছে।
প্রতিষ্ঠানটি এছাড়াও রক্ত পরিসঞ্চালনে রক্ত সংগ্রহও করছে নিয়মিত। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রক্তদাতা এই কেন্দ্রে রক্তদান করেন।
রক্তদাতাদের উৎসাহ ও সাময়িক দুর্বলতা নিরসনে অতীতে কোন উদ্যোগ না থাকলেও সাম্প্রতিক কালে প্রতিজন ডোনারকে খাবার এবং মিনারেল ওয়াটার দিয়ে আপ্যায়ন শুরু করেছে শেবাচিমহা ব্লাড ব্যাংক। এতে রোগী এবং আগত সেবা গ্রহীতাগন খুবই সন্তোষ প্রকাশ করেন।
ব্লাড ব্যাংকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফয়সাল জানান নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা মুনীর স্যারের তত্তাবধানে তারা স্বচ্ছলতা এবং মানসম্মত সেবা দানে বদ্ধপরিকর। আমাদের এসেবা চলমান থাকবে।