Take a fresh look at your lifestyle.

বরিশালে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

৩৮৮

নিজস্ব প্রতিবেদক :
৬ দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হেলথ এসিষ্ট্যান্ট এসোসিয়েশন।

মঙ্গলবার (৮জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল সিভিল সার্জন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীণ পাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেট প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান অবস্থানকারীরা।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানান তাদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ কে এম মইনুদ্দিন খোকন সভাপতিতে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের সভাপতি জিয়াউল হাসান কাবুল।

Leave A Reply

Your email address will not be published.