Take a fresh look at your lifestyle.

বরিশালে স্বাস্থ্য সংস্কারের দাবীর বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা ইতিবাচক রয়েছেন : শেবাচিম পরিচালক

101

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা একেএম মশিউল মুনীর বলেছেন বরিশালে স্বাস্থ্য সংস্কারের দাবীর বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা ইতিবাচক রয়েছেন। তবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কমপক্ষে তিনমাস সময় লাগবে।

তিনি আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে।

স্বাস্থ্য উপদেষ্টা, সচিব, পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শেবাচিমের সমস্যা নিয়ে পরিচালক কথা বলেছেন। এ দাবীগুলো নিয়ে আগে থেকেই কাজ শুরু হয়েছে, যন্ত্রপাতি আমদানি বিদেশি মুদ্রায় করতে হয়। এর প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার। এগুলোর জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।এসব কিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান। এগুলো রাতারাতি সম্ভব নয়।

এক থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন না হলে তখন প্রশ্ন করার সুযোগ থাকবে বলেন তিনি।
এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার বরিশালে আন্দোলন স্থলে হাজির হওয়া প্রসঙ্গে তিনি ইতিবাচক কোনো খবর দিতে পারেন নি।

কিছু সমস্যা স্থানীয়ভাবে এবং কিছু সমস্যা জাতীয়ভাবে সমাধান করতে হবে। চারজন ডাক্তার আজকে নতুন পদায়ন হয়েছে।
এছাড়াও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

এসময় শের ই বাংলা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা আনোয়ার হোসেন বাবলু উপস্থিত ছিলেন।

এই হাসপাতালে গত অর্থ বছরে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৯৩ হাজার। মারা গেছে ৭ হাজর ৪৭ জন। জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে ২ লাখ ২২ হাজর ৮১৭ জন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৫ লাখ ৭২ হাজার ৭২৯ জন। অপারেশন হয়েছে ৩১ হাজর ৩৯৭ জনের।

Leave A Reply

Your email address will not be published.