Take a fresh look at your lifestyle.

বরিশালে মৌমিতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

107

ভারতের চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা’, ‘তনু থেকে মৌমিতা, বরিশাল থেকে কলকাতা’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা কলকাতায় মৌমিতার সঙ্গে ঘটা এ মর্মান্তিক ঘটনার দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে আর কোনোদিন কেউ এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান শিক্ষার্থীরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোশারেফ ফেরদৌস, আরাফাত রহমান, সাব্বির এলাহি, নাঈমা জামান সুপ্তি, নাজমুস সাকিব, সেরজাম মুনিরা, ৪র্থ বর্ষের সানজিদা রহমান, মৌমিতা জারাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের মধ্যের সড়কে প্রদক্ষিণ করেন।

Leave A Reply

Your email address will not be published.