Take a fresh look at your lifestyle.

বরিশালে প্রায় ৭ লাখ শিশু কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা

১১২

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১২ থেকে দেশজুড়ে শুরু হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। বরিশাল জেলা ও সিটিতে ৬ লাখ ৯৮ হাজার ৭১৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় হল রুমে সংবাদকর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ এস এম মনজুর-এ-এলাহি।

জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আযাদ আলাউদ্দিন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান। এছাড়াও ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, বরিশাল জেলা ও সিটি এলাকার মধ্যে প্রায় ৪ লাখ ৬১ হাজার ৯১৭ টিকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২ লাখ ৩৬ হাজার ৭৯৮ টিকা কমিউনিটি পর্যায়ে প্রদান করা হবে। টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে টিকা পাওয়ার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

কর্মশালায় জানানো হয় টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত যা নিরাপদ ও কার্যকর। টাইফয়েড টিকায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যেকোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না।

Leave A Reply

Your email address will not be published.