নিজস্ব প্রতিবেদক :
বরিশালে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)।
আজ সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে বধ্যভূমিতে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এরপর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ এর মেডিসিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আজিজ রহিম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, ডা.মো কবিরুজ্জামান, ডা নজরুল ইসলাম সেলিম, ডা আব্দুল মোনেম সাদ, ডা. রেজওয়ান রেজা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের কৃতিত্বকে স্মরন করেন এবং সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোড় দেন।