নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি ট্রেইনী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে বরিশালে স্মারক লিপি প্রদান।
দেশব্যাপী চলমান বেসরকারি এফ সি পি এস ট্রেইনী, রেসিডেন্ট-নন রেসিডেন্ট দের বেতন-ভাতা বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার সকালে শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
বেসরকা্রি ট্রেইনী-রেসিডেন্ট-নন রেসিডেন্টদের পক্ষ থেকে স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ডা. আরিফ, ডা. সৃজন, ডা.পলি সহ অন্যান্য ট্রেইনী চিকিথসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কলেজ অধ্যক্ষ ও হাসপাতাল পরিচাল তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন।