বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশালে এ বছর প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা রোগী শনাক্তের দুই দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৪জুন) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমনকি রোগীর পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি । অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল জানান, শনিবার হাসপাতালে তুষার নামে একজনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া, পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি।
তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধুমাত্র নাম এবং বয়স রাখা হয়। সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামে ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাক্তকভাবে অসুস্থও ছিলেন না। শুধু গায়ে হালকা জ্বর ছিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তুষার নামে ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার ঠিকানা বা পূর্ণাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি।