Take a fresh look at your lifestyle.

বরিশালের স্বাস্থ্যসেবা জিম্মি কতিপয় স্বৈরাচারের দোসরের হাতে, পূনরায় সক্রিয় ডা. জাকির গং

45

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
“এক মিনিটের নাই ভরসা” গানের গায়ক বিখ্যাত ফিরোজ সাই, যিনি এই গান গাইতে গাইতে মঞ্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পরেছিলেন। আবার মনে ক্ক্রা যায় বিখ্যাত ক্রিকেটার তামিম ইকবালের কথা যিনি একটি উপজেলা লেভেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ায় মুহুর্তেই ফিরে এসেছিলেন মৃত্যুর কোল থেকে, সচল হয়েছিল তার বন্ধ হয়ে যাওয়া হৃদপিন্ড। হৃদযন্ত্র এমন এক যন্ত্র যেটা এক মিনিট বন্ধ থাকলেই পৃথিবীর পাঠ চুকিয়ে ফেলতে হয়।

আর এখানেই দূর্ভাগ্যের শিকার বরিশাল সহ দক্ষিনাঞ্চলবাসী। সমস্ত দক্ষিঞ্চলের ভরসার স্থল শেবাচিম এর কার্ডিয়াক বিভাগ এ বিগত ১৭ বছরের স্বৈরাচারী আমল এ একক রাজত্ব করতেন ডা জাকির।

যিনি এক সময়ে বিএনপি পন্থী চিকিৎসক সংগঠনের নেতা হলেও ২০০৯ এর পট পরিবর্তনের পর জাতীয়তাবাদী চিকিৎসকদের অবিসংবাদিত নেতা ডা. জাহিদ সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রকাশ্যে অসৌজন্যমূলক মন্তব্য করে, বিভিন্ন আওয়ামী প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে বনে যান স্বাচিপ নেতা, সখ্যতা গড়ে তোলেন শেখ পরিবারের আত্মীয় কাজী কামাল এর সাথে, স্থাপন করেন বেল ভিউ এর মত ডায়াগনস্টিক ল্যাব, সাউথ এপোলোর মত মেডিকেল কলেজ কিন্তু অবহেলায় ফেলে রাখেন ধনী গরীব সকল শ্রেনীর বরিশালবাসীর একমাত্র ভরসার স্থল শেবাচিম কার্ডিয়াক ইউনিট।

যেখানে দেশের অনেক উপজেলা লেভেলে হার্টের রিং বসানো হয় সেখানে বঞ্চিত কেবল বরিশালবাসী এই চিকিৎসক নামের ব্যবসায়ীর ষড়যন্ত্রে।

ডা. সালেহউদ্দিন শেবাচিম এ ক্যাথ ল্যাব স্থাপন করে হার্টের এনজিওগ্রাম, রিং বসান শুরু করলেও ডা. জাকির এর ইন্ধনে ফ্যাসিবাদী সরকার ডা. সালেহ কে বদলী করে থামিয়ে দেন এই চিকিৎসা। যারফলে বন্ধ হয়ে গিয়েছে শেবাচিম এর এনজিওগ্রাফি সহ হার্টের আধুনিক চিকিৎসা।

তবে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ডা. জাকির আবার চেষ্টা করছেন জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ঘাড়ে সওয়ার হওয়ার। ঢাকায় ড্যাবের মিটিং এ ডা. জাকির উপস্থিত হলে ড্যাবের সদস্যগন তীব্র প্রতিবাদ করেন এবং তাকে বেড় করে দেয়া হয়।

সহস্র ছাত্র জনতার রক্তের বিনিময়ে উচ্ছেদ হওয়া ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে, দেশের মানুষকে লুট করার জন্য সক্রিয় রয়েছে তা এই ডা. জাকিরকে দেখলেই প্রতীয়মান হয়।

Leave A Reply

Your email address will not be published.