হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তারিক সাঈদ মামুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের সামনে ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসাতালের কর্মীরা উদ্ধার করে প্রথমে নিজেদের হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।