Take a fresh look at your lifestyle.

নবজাতকে ফর্মুলা দুধের পরামর্শ না দেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

59

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
নবজাতকের জন্য মাতৃদুগ্ধের পরিবর্তে ফর্মুলা দুধের পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বুকের দুধ বৃদ্ধির জন্য প্রসূতি নারীর খাবারের দিকে মনোযোগ দিতে হবে জানিয়ে তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে সবাইকে কাজ করতে হবে।

একই সাথে শিশুর যত্ন ও মায়ের দুধ প্রাপ্তির জন্য বাসা-বাড়ির কাজের বুয়াকে শিশুসহ আসতে বাধা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্যও সবাইকে অনুরোধ করেছেন তিনি।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘ডাক্তারদের কাছে বিনীত অনুরোধ, আপনিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এটা আমার এবং আপনার অধিকার ছিল। এখন যে শিশুরা জন্মাচ্ছে, আল্লাহর ওয়াস্তে তাঁকে ফর্মুলা দুধের পরামর্শ দিবে না।

তিনি বলেন, ‘দুধ না আসলে ব্যবস্থাটা আগে থেকে করতে হয়। বাচ্চা যখন পেটে আসে, ছয় মাস পর থেকে কী করে মায়ের দুধ বেশি আসবে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। মায়ের দুধ কোথায় থেকে আসবে? মা খেলে সন্তানের জন্য দুধ তৈরি হবে।

নূরজাহান বেগম বলেন, ‘আগে শাল দুধ খাওয়া নিয়ে নানা ধরনের কুসংস্কার ছিল, এখন সেটি দূর হয়েছে। এখন ৫৫ শতাংশ শিশুকে মায়ের দুধ খাওয়া হচ্ছে। আগে হার বেশি ছিল, এখন মায়ের দুধ খাওয়ার হার কমছে।

কর্মজীবী মায়েদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কর্মজীবী মায়েরা মাঠে ঘাটে নানা জায়গায় কাজ করেন। তাদেরকে সচেতন করতে হবে। আর এই মা যাতে পর্যাপ্ত খায়। সরকারি হিসেবে এখন দারিদ্র্যের হার ২০ শতাংশ, বেসরকারিভাবে আরও বেশি। ২০ শতাংশই ধরি, এই ২০ শতাংশ যদি পর্যাপ্ত খেতে না পারে, তাহলে সন্তানকে পর্যাপ্ত দুধ দিতে পারবেন না। এ জন্য দারিদ্র্য বিমোচনে সবাইকে কাজ করতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের বাসা বাড়িতে কাজের বুয়া কাজ করেন, অনেক সময় তার বাচ্চা আনতে দেই না। বিষয়টি সবাই ভেবে দেখবেন।

 

উদ্বোধনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.