Take a fresh look at your lifestyle.

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১২ জন

101

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২১২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮৯ জন। আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ৬৩ জনই বরগুনার। এ ছাড়া বরিশাল বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ১১০ জন।

অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭, দক্ষিণে ৩৩, খুলনা বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৬৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট পাঁচ হাজার ৮৮৭ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ৯০ জন, যা মোট আক্রান্তের ৪৬.৩ শতাংশ। এর মধ্যে এক হাজার ৮৯৫ জন রোগীই বরগুনার বাসিন্দা।

Leave A Reply

Your email address will not be published.