Take a fresh look at your lifestyle.

দেশে নেফ্রোলজি বিভাগের প্রতিষ্ঠাতা খ্যাতিমান কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মতিউর রহমান আর নেই

৯৩

হেলথ ইনফো ডেস্ক :
খ্যাতিমান কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান আর নেই। গত ১৪ নভেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক মতিউর রহমান তৎকালীন আইপিজিএমআরে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএমইউ) নেফ্রোলজি বিভাগের প্রথম প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশে প্রথম কিডনি প্রতিস্থাপনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

মতিউর রহমান জন্মগ্রহণ করেন নাটোরের নাজিরপুর গ্রামে।

ডা. মতিউর রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং যুক্তরাজ্যে নেফ্রোলজিতে উচ্চতর প্রশিক্ষণ নেন। ১৯৭৪ সালে পরিবারসহ তিনি দেশে ফিরে আসেন। কারণ, নব্য স্বাধীন বাংলাদেশে মানুষের সেবা করতেই নিজেকে নিবেদিত করতে চেয়েছিলেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক মতিউর রহমান দীর্ঘ সময় ধরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অধ্যাপক মতিউর রহমান দুই কন্যা ও তাঁদের জামাতা, দুই পুত্র ও দুই পুত্রবধূ, চার নাতি-নাতনি এবং অসংখ্য সহকর্মী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে (গুলশান সেন্ট্রাল মসজিদ) তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.