বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৪২৮ জনের শরীরে।
আজ বুধবার (৬ আগস্ট) ডেঙ্গু সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৪০৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মোট ২২ হাজার ৮১২ জন আক্রান্তের মধ্যে ২১ হাজার ৪৬১ জন ছাড়পত্র পেয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২ জনের।
তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর-১ এর পাইকপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ৪০ বছর বয়সী এই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুবরণকারী অপর দুজনের একজন চট্টগ্রাম এবং আরেকজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা যথাক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ ছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ জন রয়েছে। সিটি কর্পোরেশন এলাকার বাইরে বরিশাল বিভাগে ১০৪, চট্টগ্রামে ৩৯, ঢাকায় ৭৪, খুলনায় ৩০, ময়মনসিংহে ১৪, রাজশাহীতে ৫০ এবং রংপুর বিভাগে চারজন আক্রান্ত হয়েছেন।